Windows 7 এর পাসওয়ার্ড চেঞ্জ করুন বর্তমান পাসওয়ার্ড ছাড়াই

আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই?
আজ আমি যে ট্রিক্স গুলো শেয়ার করব সেটা হয়ত আগেই টিটিতে অন্য কেউ শেয়ার করেছেন, কাজের চাপে আগের মত
টিটি সময় দিতে পারিনা যেকারনে হয়ত আমার চোখে পড়েনি, যাহোক এবার আসল কথায় আসি,
এই টিউনে আমি যা যা শেয়ার করব আপনাদের সাথেঃ
১। যেভাবে উইনডোজ সেভেন এর স্টার্ট মেনুতে রান কমান্ড যোগ করবেন।
২। যেভাবে windows 7 এর Administrator পাসওয়ার্ড চেঞ্জ করবেন বর্তমান পাসওয়ার্ড জানা ছাড়াই।
স্টার্ট মেনুতে রান কমান্ড যুক্ত করনঃ
স্টার্ট মেনুতে যান, Shutdown বাটনের উপর মাউস রেখে লেফট বাটনে ক্লিক করে Properties এ প্রবেশ করুন।
এর কি করতে হবে নিচের ছবি অনুসরন করলেই বুজবেন।।

বর্তমান পাসওয়ার্ড ছাড়াই পাসওয়ার্ড পরিবর্তনঃ
স্টার্ট মেনু থেকে বা যে কোন ভাবে রান এ যান এবং lusrmgr.msc লিখে ওকে দিন। lusrmgr বা Local User And Groups প্যানেল ওপেন হবে, User এ ডাবল ক্লিক করুন। এরপর Administrator এর উপর লেফট বাটন ক্লিক করেন Set Password এ ক্লিক করুন।
নতুন পাসওয়ার্ড দিন, কনফার্ম করুন। ওকে ক্লিক করে বেরিয়ে আসুন। স্ক্রিন শট গুলো দেখুন...





সিমপ্লি পাসওয়ার্ড চেঞ্জন্ড ... :D :D
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. TrickLab-bd - All Rights Reserved
Template Created by microlabBD