ধাপ ০১ : “Start” বাটন এ ক্লিক করুন তারপর “Control Panal” এ যান।
Network Status and Tasks এ ক্লিক করুন তারপর etwork Connections এ
ক্লিক করুন। “Local Area Netowrk ” এ ডান ক্লিক করে ” Local Area
Connection Properties” সিলেক্ট করুন । ” Local Area Connection
Properties” দেখতে পাবেন। Internet Protocol Version 4( TCP/IPV4 )
সিলেক্ট করুন তারপর ” Properties” ক্লিক করুন। “Obtain an IP address
automatically” এবং ” Obtain DNS Server address automaticall সিলেক্ট
করুন তারপর ” OK” ক্লিক করুন এখন আপনার ” Computer” নিজে নিজেই ” IP”
নেওয়ার জন্য প্রস্তুত। নিচের চিএ লক্ষ্য করুন।
ধাপ ০২ : ” Antenna” সংযোগ করুন। ইথারনেট ক্যাবলটির এক প্রান্ত ” LAN
Port” এর সাথে এবং অপর প্রান্ত কম্পিউটারের সাথে সংযুক্ত করুন। পাওয়ার ”
Adapter” এর এক প্রান্ত রাউটার পাওয়ার জ্যাক এর সাথে এবং অন্য প্রান্ত
বিদ্যুৎ এর সাথে সংযুক্ত করুন।
” IP Address Setupহওয়ার পর ” Startবাটন এ ক্লিক করে, তারপর ” Run” এ
ক্লিক করুন এবং ” Cmd” লিখে ” Ok” ক্লিক করলে একটি কালো ” Window Open”
হবে। সেখানে “IP Config” লিখে ” Enter” দিতে হবে। তারপর নিচে Default
Gateway” তে ” IP Address” টি দেখতে পাবেন,এবং অনুসন্ধান করুন। যদি ” IP”
ঠিকানাটি ” Gatedway” তে না দেখা যায়, তাহলে কম্পিউটার এবং রাউটার এর সকল
নেটওর্য়াক সংযোগ এর ধাপ গুলো অনুসন্ধান করুন।
ধাপ ৩ : আপনার কম্পিউটার অথবা লেপটপ এর ইন্টারনেট ” Browser” টি
খুলুন,এবং” Address” এ ” http:// 192.168.1.1″ লিখে ” Enter” দিন। একটি ”
Logging Screen” দেখতে পাবেন। এবার ব্যবহার কারির নাম ও গোপন নম্বর টি
লিখুন এবং ” Login” বাটন এ ক্লিক করুন।
ধাপ ৪ : আপনি নিচে ” Web Interface” টি দেখবেন। যদি আপনি ” Web
management interface” টি না দেখতে পান, তাহলে ধরেনিতে হবে আপনি ব্যবহার
কারির নাম ও গোপন নম্বরটি সঠিক ভাবে ” Input” করেননি। ব্যবহার কারির নাম ও
গোপন নম্বরটি আবার লিখুন। যদি আপনি ব্যবহার কারির নাম ও গোপন নম্বরটির
সম্পর্কে নিশ্চিত থাকেন, তার পর ও Interface টি না দেখতে পান তবে Router
টি Reset করুন। ” Next” এ ক্লিক করুন।
ধাপ ৫ : আপনি নিচে ” Web interface” টা দেখবেন। এখন আপনাকে ” WAN” সংযোগ
করতে হবে। নিচের উদাহরন অনুযায়ী সংযোগ করুন। আপনি ” BTCL ( ADSL ) or ISP
( Statie/ Dynamic” এর মাধ্যমে সংযোগ দিতে পারেন। “ADSL” এর ক্ষেত্রে ”
PPPOE ( ADSL )”লিখুন। এটি লেখার জন্য নিচের উদাহরনটি দেখুন এবং ব্যবহার
কারির নাম ও গোপন নম্বরটি লিখে ” Next” এ ক্লিক করুন।
WAN Connection Type থেকেDHCP Select করুন। এর পর Next ক্লিক করুন।
Post a Comment